Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রতিষ্ঠানের নাম
ব্যাংক এশিয়া
প্রতিষ্ঠানের ধরণ
শাখার নাম
Bank Asia Agent Banking এর সেবা সমূহ

একজন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকার হিসেবে যে সমস্ত সেবাসমূহ আপনি উপভোগ করতে পারবেন কিংবা অন্যকে যে সমস্ত সেবা দিয়ে সহায়তা করতে পারবেন সেগুলো নিচে দেওয়া হল। বিভিন্ন মেয়াদী সঞ্চয় হিসাব খোলা। টাকা জমা কিংবা উত্তোলন করা। ফান্ড ট্রান্সফার করা।

ঠিকানা

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর অনুমোদিত সেবাসমূহঃ

০১। নগদ টাকা জমাদান (Deposit)।

০২। নগদ টাকা উত্তোলন (Withdraw)।

০৩। বিদেশ থেকে প্রেরিত অর্থ প্রদান (Foregin Remittance)।

০৪। নতুন একাউন্ট খোলার জন্য গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ।

০৫। ঋনের কিস্তি পরিশোধ।

০৬। বিল (Utillity) বিল গ্রহন।

০৭। বেতন/ভাতা প্রদান।

০৮। তহবিল স্হানান্তর (Fund Transfer)

০৯। EFTN এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার (যে কোন ব্যাংক হিসাবে) ২৪ ঘন্টার মধ্যে

১০। RTGS এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার (যে কোন ব্যাংক হিসাবে) ১ ঘন্টার মধ্যে

১১। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ঋণ আবেদনের জন্য পূরণকৃত ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র গ্রহন।

১২। ক্লিয়ারিং চেক গ্রহন।

১৩। মেয়াদী সঞ্চয়ী হিসাব (TDS)

১৪। ডিপোজিট

১৫। কৃষি ঋণ প্রদান।

১৬। এসএমই ঋণ প্রদান।

১৭। ক্ষুদ্র ও মাঝারী ঋণ প্রদান।

১৮।পাসপোর্ট ফি গ্রহণ।

১৯। পবিত্র হজ্জের টাকা জমা নেওয়া হয়

প্রতিষ্ঠান প্রধানের নাম
মোঃ মনোয়ার হোসেন
পদবি
উদ্দ্যোক্তা
মোবাইল