Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

** পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ-

** পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ-

২০১১ ইং সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত

১। ২ নং বোয়ালদাড় ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ার, টেবিল এবং বেঞ্চ সরবরাহ।

২। ২ নং বোয়ালদাড় ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ক্লাবে খেলা ধুলার সামগ্রী বিতরণ।

৩। ২ নং বোয়ালদাড় ইউপির বিভিন্ন ইউপির বিভিন্ন স্থানে হস্তচালিত টিউবওয়েল সরবরাহ এবং ইউপির বিভিন্ন স্থানে স্বাস্থ্য 

           সম্মত রিং শ্লাব সরবরাহ।          

৪। বাগদোড় শাহাদৎ চেয়ারম্যানের বাড়ি থেকে পাকা রাসত্মা পর্যমত্ম রাস্তায় ডাবল ছলিং এবং ইউ ড্রেন নির্মাণ।

৫। নারায়ণপুর মসজিদ হতে আসলামের বাড়ি পর্যমত্ম রাসত্মায় ডাবল ছলিং ।

৬। রায়ভাগ গ্রামে নুর ইসলামের বাড়ী হইতে পূর্বে নির্মিতব্য ইউ ড্রেন পর্যন্ত  ইউ ড্রেন নির্মাণ।

 

২০১২ ইং সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত

১।  ষষ্টিপাড়া মসজিদ সংস্কার।

২। বাগদোড় সিরাজুলের বাড়ি হতে আবুল সরকারের জমি পর্যমত্ম আনুমানিক ৩০০ ফিট ইউ ড্রেন নির্মাণ।

৩। খাটিয়া চড়া নুর ইসলামের বাড়ি হতে লতিফের বাড়ি পর্যমত্ম ইউড্রেন নির্মাণ।

৪। বাগদোড় মাদ্রাসার ছয়টি রম্নম সংস্কার।

৫। হাড়িপুকুর কালামের বাড়ি থেকে নজু মাষ্টারের বাড়ি পর্যন্ত ইউ ড্রেন নির্মাণ।

৬। কলন্দপুরের তাহেরের বাসা থেকে মসজিদ পর্যমত্ম রাসত্মায় ডাবল ছলিং।

৭। বিশাপাড়া গ্রামে ডাঃ তৈমুর সাহেবের বাড়ি হইতে ডিপ টিউবওয়েল ড্রেন পর্যমত্ম আনুমানিক ৫০০      ফিট ইউ ড্রেন নির্মাণ।

 

২০১৩ ইং সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত

১। রায়ভাগ গ্রামে একটি ইউড্রেন নির্মাণ।

২। কৃষ্টপুর ইয়াদ আলীর বাড়ি থেকে আশরাফের বাড়ি পর্যমত্ম আনুমানিক ৩০০ ফিট ইউ ড্রেন নির্মাণ।

৩। চেংগ্রাম আজমলের দোকান থেকে রফিকুলের বাড়ি পর্যমত্ম ইউ ড্রেন নির্মাণ।

৪। চেংগ্রাম মোবারকের বাড়ির সামনে ১ টি ব্রীজ নির্মাণ।

৫। চেংগ্রাম হেচাব মন্ডলের বাড়ির সামনে থেকে মসজিদ পর্যমত্ম ইউ ড্রেন নির্মাণ।

৬। বড় চেংগ্রাম রফিকুলের বাড়ি থেকে ওয়াজেদ মাষ্টারের বাড়ি পর্যমত্ম রাসত্মায় ডাবল ছলিং।

৭। নওপাড়া কবরস্থান হতে বক্কর সাহেবের বাড়ী পর্যমত্ম আনুমানিক ৬০০ ফিট রাসত্মায় ডাবল ছলিং।    

 

২০১৪ ইং সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত

১। নওনাপাড়া মসজিদের অজুখানা নির্মাণ।

২। পাইকপাড়া ইসমাইলের বাড়ি হইতে আছিরের বাড়ির শেষ পর্যমত্ম ইউ ড্রেন নির্মাণ।

৩। পাইকপাড়াআছিরের বাড়ি হতে ইসমাইলের বাড়ির সামনে দিয়ে মাহাতাবের দোকান পর্যন্ড রাসত্মায়  ডাবল ছলিং। পুল নির্মাণ করণ।

৪। পাইকপাড়ার পূর্বে সুই এর উপর মাঠে ধান ও সার সরবরাহের জন্য ভেনগাড়ী চলারমতো ছোট  পুল নির্মাণ করণ।

৫। পাইকপাড়া গ্রামে রবিউল-দুদুর জমির ও গ্রামের পানি বের করার জন্য ইউ ড্রেন নির্মাণ।

৬। বোয়ালদাড় আবুলের বাড়ির সামনে ১ টি ব্রীজ নির্মাণ।

৭। উত্তরপাড়া ডাঙ্গায় আছমানের বাড়ির সামনে ১ টি কালভাট নির্মাণ।

 

 

২০১৫ইং সালের জুলাই থেকে ২০১৬সালের জুন পর্যন্ত

১। বোয়ালদাড় তোফার বাড়ি হতে ইসমাইলের বাড়ি পর্যমত্ম ১ টি ড্রেন নির্মাণ।

২। বোয়ালদাড় উত্তরপাড়া কলিমুদ্দিনের বাড়ি থেকে মোজার বাড়ি পর্যমত্ম ১ টি ড্রেন নির্মাণ।

৩। গাড়িয়াল গ্রামে মহিলা সদস্যার বাড়ি হতে সরকারি রাসত্মা পর্যমত্ম ইউ ড্রেন নির্মাণ।

৪। গড়িয়াল হিন্দুপাড়া বাড়ো আড়ি মন্দির পুণঃ সংস্কার।

৫। বাগদোড় দূর্গা মন্দির পূনঃ সংস্কার।

৬। খাট্টাউছনা ঈদগার নির্মাণ করণ।

৭। খাট্টাউছনা গ্রামের নজিবুদ্দিন কবিরাজের বাড়ি হতে মতিয়ার এর বাড়ি হয়ে রাসত্মা পর্যমত্ম ইউ ড্রেণ নির্মাণ।